০১. |
মন্ত্রনালয়ের নাম: |
সমাজকল্যাণ মন্ত্রনালয় |
|||||||
০২. |
দপ্তর: |
সমাজসেবা অধিদফতর |
|||||||
০৩. |
প্রতিষ্ঠানের নাম: |
মুসলিমনগর বায়তুল আমান সরকারি শিশু পরিবার (বালক), ফতুল্লা, নারায়ণগঞ্জ। |
|||||||
০৪. |
প্রতিষ্ঠার তারিখ: |
১৯৫৩ সালে স্থানীয় কয়েকজন দানশীল ব্যক্তিবর্গের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি বেসরকারিভাবে প্রতিষ্ঠিত হয় এবং ১৬-০৮-১৯৮৮ ইং তারিখে সরকারি করণ করা হয়। |
|||||||
০৫. |
ঠিকানা: |
গ্রাম/এলাকাঃ মুসলিমনগর, থানাঃ ফতুল্লা মডেল থানা, ডাকঘরঃ ফতুল্লা (১৪২১), ইউনিয়নঃ এনায়েতনগর, ওয়ার্ড নংঃ ০৩, মৌজাঃ শ্রীধরনি, উপজেলাঃ নারায়ণপগঞ্জ সদর, জেলাঃ নারায়ণগঞ্জ, বিভাগঃ ঢাকা। |
|||||||
০৬. |
সেবা সমূহ: |
১) ৬-১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন। ২) পারিবারিক পরিবেশে স্নেহ-ভালবাসা ও আদর-যত্নের সাথে লালন পালন। ৩) শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান। ৪) নিবাসীদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন। ৫) প্রতিষ্ঠানের নিবাসীদের শিক্ষার মানোন্নয়নে ভালো ফলাফলের ভিত্তিতে বাৎসরিক মেধাবৃত্তি প্রদান। |
|||||||
০৭. |
ভর্তির যোগ্যতা: |
৬-৯ বছর বয়সী পিতৃমাতৃহীন বা পিতৃহীন শিশুদের ভর্তি করা হয়। |
|||||||
০৮. |
আবেদনপত্র প্রাপ্তিস্থান: |
১) উপতত্ত্বাবধায়ক, মুসলিমনগর বায়তুল আমান সরকারি শিশু পরিবার (বালক), ফতুল্লা, নারায়ণগঞ্জ। ২) উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, নারায়ণগঞ্জ। ৩) উপজেলা সমাজসেবা কার্যালয়, সকল। |
|||||||
০৯. |
ভর্তি প্রক্রিয়া: |
প্রাপ্ত যথার্থ আবেদনপত্রের ভিত্তিতে আসন খালি থাকা সাপেক্ষ নিবাসী ভর্তি করা হয়। |
|||||||
১০. |
জমির পরিমান: |
মোট জমির পরিমান ৩.৩৩ একর। ২.০৪ একর প্রতিষ্ঠান সংলগ্ন ও প্রতিষ্ঠানের অবস্থান। অবশিষ্ট ০.৯০ একর সরকারি খাস ও প্রতিষ্টান থেকে দূরে আর ০.৩৯ একরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান। |
|||||||
১১. |
অবকাঠামোগত বিবরণ: |
আওতাভুক্ত ভবন (ক্যটাগরিভিত্তিক) |
পরিমান |
কক্ষ সংখা |
|||||
ডরমেটরি ভবন (৫তলা বিশিষ্ট) |
১ টি |
২০ টি |
|||||||
অফিস ভবন কাম ট্রেনিং সেন্টার (৪ তলা বিশিষ্ট) |
১ টি |
৯ টি |
|||||||
সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধি শিক্ষা কার্যক্রম ভবন (২ তলা বিশিষ্ট) |
১ টি |
৯ টি |
|||||||
স্টাফ কোয়ার্টার (২ তলা বিশিষ্ট) |
১টি |
৩ টি ইউমিট |
|||||||
পোস্ট গার্ড |
১ টি |
১ টি |
|||||||
সিকিউরিটি কন্ট্রোল রুম |
১ টি |
১ টি |
|||||||
১২. |
|
পুকুর |
|
|
|||||
১৩. |
সীমানা প্রাচীর: |
প্রতিষ্ঠানের চারপাশে সীমানা প্রাচীর বিদ্যমান। |
|||||||
১৪. |
একই সীমানা প্রাচীরের মধ্যে অন্য কোনো প্রতিষ্ঠান আছে কিনা: |
হা। ( সমন্বিত দৃষ্টী প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম মুসলিমনগর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। |
|||||||
১৫. |
জনবল: |
পদের নাম |
অনুমোদিত পদের সংখ্যা |
কর্মরত পদের সংখ্যা |
শূন্য পদের সংখ্যা |
|
|||
উপতত্ত্বাবধায়ক (১০ম গ্রেড) |
১ |
০ |
১ |
|
|||||
সহকারী তত্ত্বাবধায়ক যুক্ত শিক্ষক |
১ |
১ |
০ |
|
|||||
অফিস সহকারী যুক্ত কাম কমপিটার মুদ্রাক্ষরিক |
১ |
১ |
০ |
|
|||||
সহকারি শিক্ষক |
২ |
১ |
১ |
|
|||||
কম্পাউন্ডার |
১ |
১ |
০ |
|
|||||
মেট্রোন কাম নার্স |
১ |
০ |
১ |
|
|||||
খন্ডকালী ডাক্তার |
১ |
০ |
১ |
|
|||||
আফিস সহায়ক |
৪ |
১ |
৩ |
|
|||||
বাবুর্চি |
২ |
১ |
০ |
|
|||||
১৬. |
মোট আসন সংখ্যা: ১০০ জন |
বর্তমান নিবাসীর সংখ্যা |
নিবাসীর ধরণ (নিজ জেলার) |
অন্যান্য জেলার |
|||||
৮০ জন |
১০ জন |
৭০ জন |
|||||||
১৭. |
প্রশিক্ষণ ব্যবস্থা: |
শহর সমাজসেবা কার্যালয়, নারায়ণগঞ্জে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণরত নিয়াসী ১ (এক) জন। |
|||||||
১৮. |
পুনর্বাসন কার্যক্রম: |
পারিবারিক পূণর্বাসন, সাধারণ শিক্ষার মাধ্যমে পূণর্বাসন, ১৮ বছর উর্ধ নিবাসীদের পূণর্বাসন। |
|||||||
১৬. |
নিবাসীদের জন্য মাসিক বরাদ্দ: |
৫,০০০/- (৪,০০০/- খাবার বাবদ ও ১,০০০/- অন্যান্য সুবিধা বাদদ) |
|||||||
১৭. |
নিবাসীদের স্বাস্থ্য সেবা: |
ডাক্তারের নির্দেশনা মোতাবেক চিকিৎসা কার্যক্রম চলমান। |
নিবাসীদের দৈনিক খাবার মেনু ০১/১০/২০২৪ ইং হইতে ৩০/০৬/২০২৫ ইং পর্যন্ত।
বার |
সকালের খাবার |
দুপুরের খাবার |
বিকেলের নাস্তা |
রাতের খাবার |
মন্তব্য |
শুক্রবার |
খিচুরি (মুরগীর গিলা কলিজা ও সবজিসহ) |
ভাত , মুরগীর মাংস, সবজিসহ, ডাল , |
মৌসুমী ফল |
ভাত, ডাল, মুরগীর মাংস, সবজিসহ |
|
শনিবার |
ভাত, ডাল, সবজি |
ভাত , ডাল,মাছ সবজিসহ |
দুধ ,চিনি ,মুড়ি |
ভাত, ডাল, মাছ, সবজিসহ |
বিশেষ প্রয়োজনে মেনু পরিবর্তনশীল |
রবিবার |
ভাত ,ডাল,ভাজি |
ভাত, ডাল, মুরগীর মাংস , সবজিসহ |
দুধ , চিনি, মুড়ি, সুজি |
ভাত , ডাল, আলুর র্ভতা |
|
সোমবার |
ভাত , ডাল, ভাজি |
ভাত ,ডাল, মাছ, সবজিসহ |
চানাচুর, মুড়ি |
ভাত , ডাল, মাছ, সবজিসহ |
|
মঙ্গলবার |
ভাত , ডাল, আলুর র্ভতা |
ভাত , ডাল, মুরগীর মাংস, সবজিসহ |
মিষ্টি |
ভাত , ডাল, মুরগীর মাংস, সবজিসহ |
|
বুধবার |
ভাত , ডাল, ভাজি |
ভাত ,ডাল,মুরগীর ডিম ,সবজিসহ |
পুড়ি/সিঙ্গারা |
ভাত, ডাল, মুরগীর মাংস, সবজিসহ |
|
বৃহস্পতিবার |
ভাত , ডাল, আলুর ভর্তা |
ভাত , ডাল, মাছ, সবজিসহ |
বিস্কুট ০১ (এক) পেকেট |
ভাত, ডাল, মাছ, সবজিসহ |
|
বি:দ্র: প্রতিমাসের শেষ মঙ্গলবার উন্নতমানের খাবার।