Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে শিশু পরিবার সংক্রান্ত তথ্য:

০১.

মন্ত্রনালয়ের নাম:

সমাজকল্যাণ মন্ত্রনালয়

০২.

দপ্তর:

সমাজসেবা অধিদফতর

০৩.

প্রতিষ্ঠানের নাম:

মুসলিমনগর বায়তুল আমান সরকারি শিশু পরিবার (বালক), ফতুল্লা, নারায়ণগঞ্জ।

০৪.

প্রতিষ্ঠার তারিখ:

১৯৫৩ সালে স্থানীয় কয়েকজন দানশীল ব্যক্তিবর্গের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি বেসরকারিভাবে প্রতিষ্ঠিত হয় এবং ১৬-০৮-১৯৮৮ ইং তারিখে সরকারি করণ করা হয়।

০৫.

ঠিকানা:

গ্রাম/এলাকাঃ মুসলিমনগর, থানাঃ ফতুল্লা মডেল থানা, ডাকঘরঃ ফতুল্লা (১৪২১), ইউনিয়নঃ এনায়েতনগর, ওয়ার্ড নংঃ ০৩, মৌজাঃ শ্রীধরনি, উপজেলাঃ নারায়ণপগঞ্জ সদর, জেলাঃ নারায়ণগঞ্জ, বিভাগঃ ঢাকা।

০৬.

সেবা সমূহ:

১) ৬-১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন।

২) পারিবারিক পরিবেশে স্নেহ-ভালবাসা ও আদর-যত্নের সাথে লালন পালন।

৩) শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান।

৪) নিবাসীদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন।

৫) প্রতিষ্ঠানের নিবাসীদের শিক্ষার মানোন্নয়নে ভালো ফলাফলের ভিত্তিতে বাৎসরিক মেধাবৃত্তি প্রদান।

০৭.

ভর্তির যোগ্যতা:

৬-৯ বছর বয়সী পিতৃমাতৃহীন বা পিতৃহীন শিশুদের ভর্তি করা হয়।

০৮.

আবেদনপত্র প্রাপ্তিস্থান:

১) উপতত্ত্বাবধায়ক, মুসলিমনগর বায়তুল আমান সরকারি শিশু পরিবার (বালক), ফতুল্লা, নারায়ণগঞ্জ।

২) উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, নারায়ণগঞ্জ।

৩) উপজেলা সমাজসেবা কার্যালয়, সকল।

০৯.

ভর্তি প্রক্রিয়া:

প্রাপ্ত যথার্থ আবেদনপত্রের ভিত্তিতে আসন খালি থাকা সাপেক্ষ নিবাসী ভর্তি করা হয়।

১০.

জমির পরিমান:

মোট জমির পরিমান ৩.৩৩ একর। ২.০৪ একর প্রতিষ্ঠান সংলগ্ন ও প্রতিষ্ঠানের অবস্থান। অবশিষ্ট ০.৯০ একর সরকারি খাস ও প্রতিষ্টান থেকে দূরে আর ০.৩৯ একরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান।

১১.

অবকাঠামোগত বিবরণ:

আওতাভুক্ত ভবন (ক্যটাগরিভিত্তিক) 

পরিমান

কক্ষ সংখা

ডরমেটরি ভবন (৫তলা বিশিষ্ট) 

১ টি

২০ টি

অফিস ভবন কাম ট্রেনিং সেন্টার (৪ তলা বিশিষ্ট)

১ টি

৯ টি

সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধি শিক্ষা কার্যক্রম ভবন (২ তলা বিশিষ্ট)

১ টি

৯ টি

স্টাফ কোয়ার্টার (২ তলা বিশিষ্ট)

 ১টি

৩ টি ইউমিট

পোস্ট গার্ড

১ টি

১ টি

সিকিউরিটি কন্ট্রোল রুম

১ টি

১ টি

১২.


পুকুর



১৩.

সীমানা প্রাচীর:

প্রতিষ্ঠানের চারপাশে সীমানা প্রাচীর বিদ্যমান।

১৪.

একই সীমানা প্রাচীরের মধ্যে অন্য কোনো প্রতিষ্ঠান আছে কিনা:

হা। ( সমন্বিত দৃষ্টী প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম মুসলিমনগর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

১৫.


জনবল:

পদের নাম

অনুমোদিত পদের সংখ্যা

কর্মরত পদের সংখ্যা

শূন্য পদের সংখ্যা


উপতত্ত্বাবধায়ক (১০ম গ্রেড)


সহকারী তত্ত্বাবধায়ক যুক্ত শিক্ষক


অফিস সহকারী যুক্ত কাম কমপিটার মুদ্রাক্ষরিক


সহকারি শিক্ষক


কম্পাউন্ডার


মেট্রোন কাম নার্স


খন্ডকালী ডাক্তার


আফিস সহায়ক


বাবুর্চি


১৬.

মোট আসন সংখ্যা: ১০০ জন

বর্তমান নিবাসীর সংখ্যা

নিবাসীর ধরণ (নিজ জেলার)

অন্যান্য জেলার

৮০ জন

১০ জন

৭০ জন

১৭.

প্রশিক্ষণ ব্যবস্থা:

শহর সমাজসেবা কার্যালয়, নারায়ণগঞ্জে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণরত নিয়াসী  ১ (এক) জন।

১৮.

পুনর্বাসন কার্যক্রম:

পারিবারিক পূণর্বাসন, সাধারণ শিক্ষার মাধ্যমে পূণর্বাসন, ১৮ বছর উর্ধ নিবাসীদের পূণর্বাসন।

১৬.

নিবাসীদের জন্য মাসিক বরাদ্দ:

৫,০০০/- (৪,০০০/- খাবার বাবদ ও ১,০০০/- অন্যান্য সুবিধা বাদদ)

১৭.

নিবাসীদের স্বাস্থ্য সেবা:

ডাক্তারের নির্দেশনা মোতাবেক চিকিৎসা কার্যক্রম চলমান।


নিবাসীদের দৈনিক খাবার মেনু ০১/১০/২০২৪ ইং হইতে ৩০/০৬/২০২৫ ইং পর্যন্ত।

বার

সকালের খাবার

দুপুরের খাবার

বিকেলের নাস্তা

রাতের খাবার

মন্তব্য

শুক্রবার

খিচুরি (মুরগীর গিলা কলিজা ও সবজিসহ)

ভাত , মুরগীর মাংস, সবজিসহ, ডাল ,

মৌসুমী ফল

ভাত, ডাল, মুরগীর মাংস, সবজিসহ


শনিবার

ভাত, ডাল, সবজি

ভাত , ডাল,মাছ  সবজিসহ

দুধ ,চিনি ,মুড়ি

ভাত, ডাল, মাছ, সবজিসহ

বিশেষ প্রয়োজনে মেনু পরিবর্তনশীল

রবিবার

ভাত ,ডাল,ভাজি

ভাত, ডাল, মুরগীর মাংস , সবজিসহ

দুধ , চিনি, মুড়ি, সুজি

ভাত , ডাল, আলুর র্ভতা


সোমবার

ভাত , ডাল, ভাজি

ভাত ,ডাল, মাছ, সবজিসহ

চানাচুর, মুড়ি

ভাত , ডাল, মাছ, সবজিসহ


মঙ্গলবার

ভাত , ডাল, আলুর র্ভতা

ভাত , ডাল, মুরগীর মাংস, সবজিসহ

মিষ্টি

ভাত , ডাল, মুরগীর মাংস, সবজিসহ


বুধবার

ভাত , ডাল, ভাজি

ভাত ,ডাল,মুরগীর ডিম  ,সবজিসহ

পুড়ি/সিঙ্গারা

ভাত, ডাল, মুরগীর মাংস, সবজিসহ


বৃহস্পতিবার

ভাত , ডাল, আলুর ভর্তা

ভাত , ডাল, মাছ, সবজিসহ

বিস্কুট ০১ (এক) পেকেট

ভাত, ডাল, মাছ, সবজিসহ


বি:দ্র: প্রতিমাসের শেষ মঙ্গলবার উন্নতমানের খাবার।